ওগো একুশ
-------------------------------
---------শিব পদ রায়
ওগো একুশ তুমি দিয়েছ মোরে হুঁশ,
অবিচারের বিরুদ্ধে সোচ্চারে মানুষ।
শিখেছি মাথা উঁচু করে বাঁচতে হবে,
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে।

উর্দু হবে রাষ্ট্র ভাষা কোন পাগলামী,
গুড়িয়ে দিল ছাত্রসমাজ মাতলামি।
পশ্চিমারা হটিতে বাধ্য হয় সেদিনে,
বুদ্ধিশূন্য করতে চাইল ময়দানে।

রক্তে রঞ্জিত বাংলার মা মানুষ মাটি,
মাতৃকোল খালি হবে বাঁধে শক্তঘাটি।
রফিক শফিউর বরকত সালাম,
বীরের মত যুদ্ধে করে তুলকামাল।

তোমার কাছে শিখলাম ন্যায্য বিচার,
বাঙালি দমেনী দমেছে পাক বর্বর।
একুশের চেতনা ধারণ করে বাঁচি,
বিশ্বে বাংলা পৌঁছাবে সবার কাছাকাছি।
     তাং- ১৬/০২/২৪ ইং
   চুকনগর, ডুমুরিয়া, খুলনা।