নৃসিংহ চতুর্দশী
------------------------------------
-------শিব পদ রায়
দৈত্যরাজ হিরণ্যকশিপু ভয়ঙ্কর,
সর্বদা ঘোর বিরোধী দেবতা বিষ্ণুর।
প্রহ্লাদ হলেন অতিশয় বিষ্ণুভক্ত,
দৈত্যকূলে জন্মে হবে না তাতে আসক্ত।
বিষ্ণুনাম ছাড়তে হবে পিতৃ নির্দেশ,
প্রহ্লাদ মানতে নারাজ সে উপদেশ।
ক্রুদ্ধ পিতা তাকে মারার চেষ্টা করেন,
সব প্রচেষ্টা ব্যর্থ করেন ভগবান।
স্ফটিক স্তম্ভে বিষ্ণু আছে জানতে চান,
তিনি সর্বত্র বলায় স্তম্ভ ভেঙে দেন।
নৃসিংহ রূপে ভয়ঙ্কর মুখমণ্ডলে,
শঙ্খ চক্র গদা পদ্ম অস্ত্রে মেরে ফেলে।
বজ্রনখ তীক্ষ্ণ দন্ত তাঁর ধ্যান করি,
নৃসিংহ চতুর্দশী গর্ভে পালিব তাঁরি।
সত্যবাদী পায় না সদা মৃত্যুকে ভয়,
শ্রীবিষ্ণু চরণে প্রণত সেই প্রত্যয়।
তাং- ২২/০৫/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।