নদী
------------------------
------শিব পদ রায়
জোয়ার ভাটা নদীর খেলা
একুল ভাঙ্গে ওকুল গড়ে,
এইতো নদীর নিত্যলীলা
ব্যস্ত সময় কাটে দুপাড়ে।
জেলে ভাই জালে মাছ ধরে
কত যে আনন্দ পায় তারা,
পেশা নেশা তাদের অন্তরে
উপার্জন শুধু মৎস ধরা।
জাহাজ নৌকা লঞ্চ ট্রলার
স্টীমার স্পীড বোর্ড কত কি,
প্রতিদিনেরই কারবার
চলে আরো চাতক চাতকী।
নৌকা জোয়ারে ভাসিয়ে নিয়ে
যায় কত জন তেপান্তরে,
জারি সারি ভাটিয়ালী গানে
মুখরিত একুল ওকুল পাড়ে।
চুকনগর, ডুমুরিয়া খুলনা।