নিয়তির নির্মম পরিহাস
----------------------------------
--------শিব পদ রায়
মানুষের পরম আয়ু যতটা আঁকে,
নিয়তিতে হয়তো ততটা লেখা থাকে।
মৃত্যু যেখানে কপালে আছে টেনে লয়,
কারণে অকারণে সেটাই ঘটে যায়।
কত আপসোস কাহিনী সামনে আসে,
ভাগ্য বিড়ম্বনায় থমকে যায় নিমেষে।
স্বামীর অভাবে স্ত্রীর জীবন বিপন্ন,
পায় কষ্ট লাঞ্চনা সারাক্ষণের জন্য।
টাকা ধন দৌলত অনেক রবে সাথে,
কিন্তু স্বামী সুখ কেহ পারবে না দিতে।
যতই ভালো থাকে না কেন নিন্দা পিছু,
শান্তি দিবে না একবিন্দু মাথাটা নিচু।
জীবন বড় দুর্বিষহ এই জগতে,
নিজের জিহবা কামড় লাগে যে দাঁতে।
স্ত্রী বিয়োগে স্বামীর সবকিছুই বৃথা,
ঈশ্বর যেন জুড়িয়ে দেন সব ব্যথা।
তাং-১৬/০১/২৫ ইং