নিত্যকর্ম
--------------------------
--------শিব পদ রায়
প্রতিদিন নিয়ম মেনেই কাজ করা,
শরীর মন সুস্থ রাখার শুভধারা।
এটাই ধর্ম চর্চারও একটি অঙ্গ,
এজন্য নাড়াচাড়া দিতে হয় প্রত্যঙ্গ।

প্রাত: পূর্বাহ্ণ মধ্যাহ্ন অপরাহ্ণকৃত্য,
সায়াহ্ন রাত্রিকৃত্য ছয়টি কর্ম নিত্য।
প্রতিটি মুহূর্তেই নির্দিষ্ট ক্রিয়াকর্ম,
যা পালন করলে রক্ষিত জীব ধর্ম।

ধর্মীয় চর্চার সংগে ওতোপ্রোতো রয়,
সব অঙ্গ পরিচ্ছন্ন চিত্তশুদ্ধি হয়।
মন বসাতে হয় ঈশ্বর সাধনায়,
নৈমিত্তিক ক্রিয়ায় তাঁকে পাওয়া যায়।

মানসিকতা পুরোপুরি শুভম হয়,
শ্রীকৃষ্ণ প্রেমেই মতিগতি প্রীতি পায়।
নিত্যচলা,নিত্যকাজে হও আগুসার,
ঈশ্বরের সান্নিধ্যলাভেই পুরষ্কার।
         তাং- ১৪/০১/২৪ ইং
       চুকনগর, ডুমুরিয়া, খুলনা।