নিত্যনতুন
---------------------------------
--------শিব পদ রায়
নিত্যনতুন ধ্যান ধারণায়
এগিয়ে যেতে হবে,
মূহুর্তে মূহুর্তে পালটে যাচ্ছে
চেতনার উদ্ভবে।

এখন যেটা পরক্ষণে অন্য
পরিবর্তন বটে,
নতুন নতুন ফরমেটেই
সদ্যভাবেই ঘটে।

নিত্যনতুনেরই আনাগোনা
বড়ই চেনা দায়,
নতুনভাবে নতুন জিনিস
কেবলই ভাবায়।

নব জাগরনে ব্রতী হইগো
নিত্যদিনের সঙ্গী,
ইন্টারনেটের পদচারণা
পাল্টে দেয় যে ভঙ্গি।

       তাং- ০৭/০৬/২৪ ইং
    চুকনগর, ডুমুরিয়া, খুলনা।