নি:স্বার্থ প্রেম
--------------------------------------
-------শিব পদ রায়
নি:স্বার্থ প্রেম পৃথিবীতে বড় বিরল,
স্বার্থের টানে সবে ঘুরছি অবিকল।
অকারণে কেউ নেই কারোর পিছে,
কিছু না কিছু কারণ নিহিত রয়েছে।

ব্যতিক্রম আছে বটে খুব কম দৃশ্য,
নেপথ্যেই চাতক চাতকী শিষ্যা শিষ্য।
দ্বিচারিতা নীতি বড্ড ঘুরপাক খাচ্ছে,
মানুষকে চেনা খুবই দূরুহ হচ্ছে।

সাবধানে সবকিছু সামলাতে হবে,
ব্যর্থ প্রেম কেবল মুশকিলে ফেলবে।
মনে হতে পারে কত যে আপন মোর,
কিন্তু বাস্তব উপলব্ধি ভিন্ন ব্যাপার।

গাঁটের ছুরি গাঁট কাটবে বিলক্ষণ,
সদা দৃশ্যমান দেখা যায় অনুক্ষণ।
নি:স্বার্থ ভাবে প্রেম বিনিময়ে আনন্দ,
সাত্ত্বিক অনুধাবনে থাকে নাতো দ্বন্দ্ব।

       তাং-২৪/০৩/২৫ ইং