নিষ্কাম কর্ম
-------------------------------
--------শিব পদ রায়
নিষ্কাম কর্ম কররে ভাই
            ফলের আশা করো না,
ত্যাগেই ভক্তি ত্যাগেই মুক্তি
               সেই মনের সান্ত্বনা।

সকাম কর্মেই ফলাসক্তি
                নয়তো কল্যানকর,
নরক যন্ত্রণা ভোগ হবে
                  আসবেই মন্বন্তর।

বুঝে শুনেই করো কর্ম
                  নিজ স্বার্থ দিয়া বলি,
তার মত সুখ বলো কিসে
                   দীপ্ত শপথেই চলি।

সাধু সজ্জন নিষ্কাম কর্মে
                   দিনরাত অবিচল,
জাগতিক কল্যাণে জীবন
                    সুখে দু:খে সর্বক্ষণ।

      তাং- ১৯/০৫/২৪ ইং
   চুকনগর, ডুমুরিয়া, খুলনা।