নীল পূজা
--------------------
------শিব পদ রায়
বালাপোতা ধামে শিব ঠাকুর জাগ্রত,
ভোলে বাবার মাথায় জল দিতে রত।
যার যা কামনা বাসনা মানত রাখে,
বাবা ভোলানাথ পূরণ করিয়ে থাকে।

সন্ন্যাসীরা করে মহেশ্বর জয়ধ্বনি,
আকুতি মিনতি করে ঐ ভক্তকামিনী।
কায়মনোবাক্যে ডাকলে পাওয়া যায়,
তাই সবাই শিব শম্ভূর প্রার্থনায়।

রয়েছে কালীমন্দির মাকালীপ্রসন্ন,
মাতৃ গঙ্গা মন্দিরে করে স্নান সম্পন্ন।
আছে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির ধাম,
যজ্ঞভূমিতে সময়ে হয় মহানাম।

পরে ধূলিহর আশ্রমে নিলাম অন্ন,
সবাই সানন্দে ভোজন করি সম্পন্ন।
ঐদিনে আলোচক বিল্বমঙ্গল ধামে,
সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দিরে পরিক্রমে।
     তাং- ১৩/০৪/২৪ ইং
    চুকনগর,ডুমুরিয়া, খুলনা।