নিজের সুখ্যাতি
------------------------------------------
-------শিব পদ রায়
নিজের সুখ্যাতি নষ্ট করতে চায় না,
বরং সবাই করে সুনামের প্রার্থনা।
স্বীয় ক্যারিয়ার ধরতে অনুশীলন,
চেষ্টা না থাকলে ভীতি প্রাপ্তি বিলক্ষণ।

শেখা বিদ্যা ছাড়তে নেই কাজে লাগবে,
জীবনের মূহুর্ত অপেক্ষা দু:খ পাবে।
অহরহ প্রচেষ্টায় থাকো ফল দেবে,
মানসিকতা ফুরফুরে তাজা থাকবে।

জানার শেষ নেই বোঝা অনেক বাকী,
অল্প বিদ্যা নিয়ে বাহাদুরি নিত্য দেখি।
অর্থের দৌরাত্ব মানুষকে কাবু করে,
মৃত্যুর পরে স্থান শ্বশান বা কবরে।

শিশুটির নিকট বহু শেখার আছে,
বিশ্বজোড়া পাঠশালা সেই শিক্ষা দিচ্ছে।
দিবারাত্র নানা জিনিস শুধু শিখছি,
জীবন লড়াই চূড়ান্ত ভেবে চলছি।

       তাং-১৫/০৪/২৫ ইং