নজরুল স্যারের চিরবিদায়
---------------------------------------
-------শিব পদ রায়
নজরুল স্যার নিলেন চিরবিদায়,
সাহিত্য অঙ্গন কেবলই শূন্যতায়।
নিত্যকর্ম ছিল সাহিত্য অনুশীলন,
তাৎক্ষণিক ঘটনা নিয়ে লিখতেন।

তিনি ছিলেন সৎ ও গুণী সাহিত্যিক,
ছড়া কবিতা কাব্যিক লেখা প্রাত্যাহিক।
পাঁচটি বই তিনি দিলেন উপহার,
অপূর্ব গাঁথুনী যেন ছন্দে একাকার।

ডুমুরিয়া তিনি সহ শিক্ষা অফিসার,
বরগুনা প্রমোশনে শিক্ষা অফিসার।
সুনামের সাথে কর্মকাণ্ড বর্তমান,
মানসম্মত শিক্ষা নিশ্চিতে অবদান।

হঠাৎ বুকে ব্যথা অসুস্থ হয়ে পড়েন,
হার্ট অ্যাটাকে হলো পরলোকগমন।
কভু ভাবিনী তিনি ছেড়ে চলে যাবেন,
পরপারে সর্বদা যেন ভালো থাকেন।

      তাং- ০৭/০৮/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।