নজরুল জয়ন্তী
-----------------------------------
---------শিব পদ রায়
এগারো জ্যৈষ্ঠ কাজী নজরুলের জন্ম,
সারাক্ষণে তাকে মনে রাখবে প্রজন্ম।
বর্ধমানের চুরুলিয়া আবাসভূমি,
জীবন কাটিয়েছো দারিদ্রতায় তুমি।
অসাধারণ প্রতিভাতে জন্মেছিলেন,
সাহিত্য সাংস্কৃতিক কর্মে তুলনাহীন।
জীবন প্রবাহ দুসময়েরই মধ্যে,
চির বিদ্রোহী ভাব অত্যাচারের বিরুদ্ধে।
ইংরেজদের শাসন শোষণ নির্যাতন,
তার লেখনি ছিল সোচ্চার আক্রমণ।
চক্রবাকের দোলনচাপা সাম্যবাদী,
বিষেরবাঁশি সন্ধ্যা সর্বহারা ইত্যাদি।
শ্যামাসংগীত ইসলামীগান রচনা,
অসংখ্য গানে আঁকেন হৃদয়ে আল্পনা।
নাটক উপন্যাস গল্প ছড়া কবিতা,
মনে যুগিয়েছে দ্যোতনা প্রেম বারতা।
হে বিদ্রোহী কবি শ্রদ্ধাঞ্জলি জন্মদিনে,
মানব হৃদয়ে অম্লান চিরস্মরণে।
তব সুখ্যাতি বিস্তৃত হোক বিশ্বমাঝে,
প্রেরণায় উদ্ভাসিত হই নিত্যকাজে।
ইং ২৫/০৫/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।