নজরুল ইসলাম স্যার
----------------------------
-------শিব পদ রায়
নজরুল ইসলাম অনবদ্য কবি,
যার কথা মনে হলে ভেসে ওঠে ছবি।
যিনি ছিলেন অত্যন্ত সহজ সরল,
তার লেখনি ছিল ছন্দে ছন্দে প্রবল।

পাঁচটি মধ্যে ছড়ায় ছড়ায় বর্ণমালা,
যা অধ্যয়নে মোদের করেছে উতলা।
যার সান্নিধ্যে এসে পাই অনেক গতি,
লেখনি সম্ভার অতি তুখোড় উন্নতি।

স্যারের অনুপ্রেরণা জাগালো দ্যোতনা,
ভুলবো না কখনো স্মৃতিময় সাধনা।
স্যারের আবির্ভাবে উদ্ভব লেখাগতি,
আজীবন স্মরিব রবে সব সুকৃতি।

তোমার চলাপথ হয় পরোপকারে ,
প্রমোশন হোক আরো উচ্চ অফিসারে।
ক্ষমা ক'রো যদি কোন ভুল করে থাকি,
যত দূরে থাকো পরস্পরে মনে রাখি।
             তাং- ১২/১২/২৩ ইং
চুকনগর ক্লাস্টারের পক্ষে, ডুমুরিয়া, খুলনা।