নৌকা ভ্রমন
--------------------
--------শিব পদ রায়
স্বার্থক নৌকায় ভ্রমণ,
মনে জাগায় আলোড়ন।
নীলাকাশের নীচে ঘোরা,
যেন জাগ্রত বসুন্ধরা।
অন্তরে জাগে সদা তৃপ্তি,
অন্যরকম অনুভূতি।
জলের উপর দর্শন,
বহে মলয় সমীরণ।
এ শরীর জুড়িয়ে যায়,
কোন এক উন্মাদনায়।
মন মোর হারিয়ে যায়,
অজানার সম্ভাবনায়।
আমার যেতে ইচ্ছে করে,
সাগরের কোলে কিনারে।
সুন্দরবনে অবয়ব,
প্রদর্শনে মিটে অভাব।
বড় সাধ জাগে এ মনে,
অনাবিল ফূর্তি জীবনে।
নৌকা স্থির প্রশান্তিময়,
ভ্রাম্যমাণ বার্তা মধুময়।
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।