নতুনত্ব
--------------------------------
-----------শিব পদ রায়
মানুষ চাইছে আজকাল নতুনত্ব,
একঘেয়েমী দূর করে কিছু আয়ত্ব।
মানুষিক পরিবর্তন ঘটে নিয়ত,
নতুনের ডাকে পাই সাড়া অবিরত।

আবেগ উৎফুল্লে সবে হয় উৎসাহিত,
কর্মের সুখ্যাতিতে অর্জিত মূল্যায়িত।
চিন্তা চেতনা দৃষ্টি ভঙ্গির পরিবর্তন,
মানুষের মত মানুষ হবে দৃষ্টিনন্দন।

তরণেরা এগিয়ে চলে দুর্বার গতিতে,
মূল্যবোধ জাগরণ  সর্বসম্মতিতে।
প্রজন্ম থেকে প্রজন্মে অগ্রসর মান,
তোমরাই মহিয়ান করি আহবান।

নবীনরা এগিয়ে চলে নব উদ্দ্যমে,
কালজয়ী সিদ্ধান্তে তারাই মাধ্যমে।
জাগ্রত হোক সুশীল সঙ্গ উন্নয়নে,
বিশ্ব জাগবে নতুনের স্নিগ্ধ চয়নে।
    তাং- ০৬/০৩/২৪ ইং
   চুকনগর, ডুমুরিয়া,খুলনা।