নতুন বই
---------------------------------
-------শিব পদ রায়
শিক্ষার্থীরা নতুন বইয়ের আশায়,
পথচেয়ে বসে থাকে ধ্যান ধারণায়।
নব পুস্তকের নিত্যনতুন গন্ধে মোহ,
হৃদয় দুয়ারে দোলা দেয় অহরহ।
বর্ষের প্রথম থেকে প্রখর উদ্যমে,
লেখাপড়া করে তারা প্রত্যহ আরামে।
প্রতিযোগিতায় পড়াশোনা প্রতিক্ষণে,
একসাথে খেলা করে সহপাঠী সনে।
প্রতিক্ষেত্রে মোকাবিলা করে পরষ্পরে,
পাঠোন্নতি দেখা যায় সম্মুখ সমরে।
দৈনিক সমাবেশে সবে শৃঙ্খলা শেখে,
দেশাত্মবোধ চেতনা বুকে ধরে রাখে।
নতুন আমেজে বই উৎসব বিদ্যালয়ে,
অভিভাবক চলে আসে শিক্ষার্থী নিয়ে।
অনাবিল আনন্দের জানে সর্বজন,
পাঠদান উপস্থাপনে শিক্ষকগন।
তাং-০৪/০১/২৪ ইং