নারীর মর্যাদা
---------------------------------
------শিব পদ রায়
সর্বক্ষেত্রে নারীর মর্যাদা দিতে হবে,
বিশ্ব নারী দিবসে সংকল্প করি সবে।
দৃষ্টি দেওয়া কর্তব্য মায়ের আসনে,
প্রতিদিনের কর্মকাণ্ডে রাখে যতনে।

নিজেকে বিকিয়ে সবারে ভালবাসে,
সংসারকে গুছিয়ে তাল মিলিয়ে মিশে।
সবদিকে খেয়াল রেখে সন্তান গড়ে,
স্বামী সনে সুখ দু:খ ভাগাভাগি করে।

ব্যতিক্রম থাকবে বুঝিয়ে নিতে হয়,
সুখের হবে পরষ্পরে আলোচনায়।
কোন কিছুতে পিছিয়ে নেই প্রতি ক্ষেত্রে,
সংগ্রাম নিয়মিত পারিবারিক সূত্রে।

যা কিছু সৃষ্টি প্রতিক্ষণে কল্যানকর,
অর্ধেক রমণী করেছে অর্ধেক নর।
পূর্ণ মর্যাদা দিয়ে যদি ভালবাসা যায়,
সংসার সুখের হবে নিত্য ভাবনায়।

     তাং-০৮/০৩/২৫ ইং