নারী দিবস
----------------------------
--------শিব পদ রায়
আটই মার্চ হলো বিশ্ব নারী দিবস,
তাদের সম্মানে গড়বো আত্মবিশ্বাস।
অবহেলা নয় তারা উন্নয়নে অংশীদার,
পুরষের পাশেই কর্তৃত্বে একাকার।

নারী শ্রমিকদের মর্যাদা দিতে হবে ,
সম অধিকারে দেখতে নাহি ভুলবে,
নারীর প্রতি মোরা জানাবো কৃতজ্ঞতা,
তাদের প্রতি ঘোষণা করি একাত্মতা।

মাতৃজাগরণ শ্রদ্ধা জ্ঞাপন অঙ্গীকার,
অর্ধ তার করে নারী অর্ধ তার নর।
অত্যাচার জুলুম নয় একত্রে চলি,
সব হৃদয়ে হোক মানবতার বুলি।
    তাং- ০৮/০৩/২৪ ইং
    চুকনগর ডুমুরিয়া, খুলনা।