নৈতিকতা
---------------------------------
-------শিব পদ রায়
নীতি নৈতিকতার জন্য মানুষ গণ্য,
সে কারণেই মানুষ মানুষের জন্য।
আদর্শতা আছে বলে দুনিয়াটা চলে,
বাঁচা বাড়ার স্বপ্ন মনুষ্য করতলে।

সততা সত্যবাদিতা ভদ্র আচরণ,
শিষ্টাচার শিক্ষা দেয় নীতি মূল্যায়ন।
শিশুদের নৈতিকতা শিক্ষা দিতে হবে,
ধর্মীয় অনুশাসনে জীবন গড়বে।

ছেলেবেলা থেকে যদি কৃষ্ণ নাম শেখে,
বৈষ্ণব কথামৃত চালচলন দেখে।
পথভ্রষ্ট হবে না কভূ যাবে সুপথে,
নীতি বহির্ভূত শিশু চলবে বিপথে।

গীতা পাঠ গীতাভ্যাস গড়ে তোলা উচিৎ,
মানুষ হয়ে গড়বে তাদের ভবিষ্যৎ।
নীতি মুখী শিক্ষা উদারতা মানবতা,
জীবন চলার পথে পাথেয় সুবার্তা।
           তাং- ১৪/০৫/২৪ ইং
        চুকনগর,ডুমুরিয়া, খুলনা।