নববর্ষের শপথ
-----------------------------
---------শিব পদ রায়
চব্বিশের ইংরেজির শুভ নববর্ষ,
পুরাতন গ্লানি ভুলে হব যে আদর্শ।
তেইশের ফেলে আসা ত্রুটি মার্জনীয়।
সংযোজন বিয়োজনে আছে শিক্ষণীয়।

নব বর্ষকে জানাই শুভেচ্ছা স্বাগতম,
সবে হোক সত্যম শিবম সুন্দরম।
জগত হউক মধুময় সৃষ্টি স্থিতি,
মানুষ হবেই অস্ত্রমুক্ত শুভ্রজাতি।

প্রতি পরিবার সকল সন্তান নিয়ে,
নব চেতনায় খুশি নতুনত্ব পেয়ে।
নিত্যানন্দে কাটুক আগামী ভবিষ্যৎ,
মোরা শপথ করি পাই যেন সুপথ।

শিশু  গড়ে উঠুক শিক্ষা গুরুর হাতে,
সদ্য বই পড়াশোনা অগ্রগতি তাতে।
প্রতিদিনে প্রতি পাঠে লেখাপড়া করো,
মানুষ হয়ে দেশের তরে  মন গড়ো।
        তাং- ৩১/১২/২৩ ইং
       চুকনগর,ডুমুরিয়া, খুলনা।