মুক্তিযুদ্ধ
----------------------
------শিব পদ রায়
ছাব্বিশে মার্চ স্বাধীন হলো
             আমাদের এই বাংলাদেশ,
লক্ষ লক্ষ শহীদের রক্তে
              রঞ্জিত অলিগলি এ দেশ।

দু'লক্ষ মা বোনের সম্ভ্রম
              পাক সেনার কাছে হারায়,
সে থেকে শুরু হয় পতন
              ক্রমে পাকিস্তানি পরাজয়।
      
এক কোটি মানুষের ট্রেনিং
              আশ্রিত ভারতেরই বুকে,
যুদ্ধাস্ত্রে সসজ্জিত হয়েই
               মুক্তিবাহিনীই বাঁকে বাঁকে।

ভারতীদের যৌথবাহিনী
                 সাহায্যের হাতটি বাড়িয়ে,
পাক বাহিনীর বিরুদ্ধেই
                  একত্রে অভিযান চালিয়ে।

রক্তক্ষয়ী সংঘর্ষ চলেছে
                  এদেশেরই দোসর যারা,
বিরোধিতা করেছে সগর্বে
                   বিলম্বিত নয় মাস যাত্রা।

প্রাণপণে যুদ্ধে প্রাণ গেল
                   লাখে লাখে শহিদ হয়েছে,
বিনিময়ে মুক্ত সার্বভৌম
                   বাংলাদেশ জন্মই লভেছে।
         তাং- ১৭/১২/২৩ ইং
          চুকনগর, ডুমুরিয়া, খুলনা।