মুখরোচক খাবার
--------------------
------শিব পদ রায়
মুখরোচক খাবার খেতে বড় মজা,
যত ইচ্ছা খাবে পাবে একদিন সাজা।
কালের করাল গ্রাসে কখন কি হয়,
জীবনটা বদলাবে মূহুর্ত সময়।
সাধের শরীরের নেই কোন গ্যারান্টি,
বড়াই করবে তো অহংকারেই ভাটি।
নিয়ম মেনে চললে হবে না সংকট,
অনিয়মে হাটলে লেগে যাবে হোঁচট।
বড় লোকের খাদ্য তাই গরীবে খায়,
অসুখ গ্রস্থ সম্পদশালী চেয়ে রয়। সুস্বাদু খাবার হোক আনলে সম্মুখে,
কাঁদবে চোখের জলে যাবে নাতো মুখে।
শরীরের যত্ন নেবে সময় থাকতে,
সবারে ভুলো না সদ্ব্যবহার করতে। মনুষ্য আশীষ গ্রহণ করতে চাও।
ধনের চেয়ে মনটা আগে তুমি দাও।
রুচিকর খাবার এড়িয়ে সব খাও,
আরাম ছেড়ে ব্যায়াম করো সুস্থ হও।
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।