মনুষ্য জীবন
----------------------------
-------শিব পদ রায়
বহু সাধনার পর মনুষ্য জীবন,
না হই মানুষের কষ্টের কারণ।
যা ইচ্ছা তাই করবে সেটি নয়,
ভাল ছেড়ে মন্দেই বিরূপ পরিণয়।

মণীষীদের জীবনী পড়া দরকার,
তাদের উপদেশ ভীষণ উপকার।
মোদের জীবন চলার পথে পাথেয়,
মানবীয় গুণে হতে চাই বরণীয়।

গুরুজনের নির্দেশ মানবো সম্মুখে,
ঈশ্বরের সান্নিধ্য লাভে ডাকো তাঁকে।
সময় অপেক্ষা করবে ভালোর জন্য,
আত্মশুদ্ধির অনুকরণে হও ধন্য।

জগতের মানব কল্যানে নিবেদিত,
নিজেকে করো সমর্পন ঈশ্বর প্রীত।
সকলের তরে সবে মোরা হই সুখী,
আত্মতুষ্টি হোক আর্ত মানবতা দুখী।

   তাং- ২০/১১/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া,খুলনা।