মনের ইচ্ছা
-------------------------------
--------শিব পদ রায়
ঈশ্বর যার যা সদিচ্ছা করো পূরণ,
একনিষ্ট কাম্য বিফল না হয় কখন।
মনে প্রাণে ডাকলে তাঁরে পাওয়া যায়,
চেতনার চৈতন্য আনে আকুলতায়।
যে বিষয়ে চিন্তা তদ্বিষয়ে স্বপ্নদৃষ্ট,
প্রবল ভক্তিতে মনকে করে আকৃষ্ট।
লক্ষে পৌঁছাতে হলে কষ্ট করতে হয়,
এক মনে যোগাধ্যানে তাঁর সাক্ষাৎ পায়।
মনের ইচ্ছায় অনেক বড় হওয়া যায়,
কাজের সুকৃতি তা হাজির করে দেয়।
ঈশ্বর সান্নিধ্যে ধৈর্য্যের পরীক্ষা হয়,
এক মনে সাধন ভজনে মিলে যায়।
শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস কৃপায়,
স্বামী বিবেকানন্দ মাতৃ দর্শন পায়।
যার ভিতর ইচ্ছা শক্তি প্রবল হয়,
তাকেই গোবিন্দ কৃপা করে দেখা দেয়।
তাং- ১১/০৫/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।