মনের বিচারে চলা
----------------------------------
-------শিব পদ রায়
মনের বিচার হলো প্রধান
বিবেক বুদ্ধি নিয়ে,
মানুষের সাথে হিসাব করে
চলো সামনে ধেয়ে।
বিপদে ফেলতে কত মানুষ
রয়েছে চারিপাশে,
মিষ্টি মধুর ব্যবহার করে
সর্ববিষ নি:শ্বাসে।
সাবধান সবে এদের থেকে
দূরত্ব নিয়ে চলো,
সুযোগ পেলেই ছোবল দেবে
কালনাগিনী কালো।
উপস্থিত বুদ্ধি থাকলে পরে
সমাধানই হাতে,
যে কোন সমস্যা মিমাংসা হবে
বিশ্বাস রেখো সাথে।
তাং-০৭/০১/২৫ ইং