মনের আশা
-------------------------------------
-------শিব পদ রায়
মনের আশা পূর্ণ করা খুব কঠিন,
মনোজাগতিক ভূবনে করো ভ্রমণ।
আত্মার চাওয়া পাওয়ার শেষ নেই,
শুধু দাও দাও না দিলে আশায় ছাই।
পেট ভরে কিন্তু চোখ ভরে না কিছুতে,
কম পরলে বদনাম হয় দুর্দান্তে।
বৈবাহিক জীবনে হয় না সুখী ভবে,
ভালো লাগার সাধ জাগে বিভিন্ন ভাবে।
দুষ্কর্মের সাজা হতে পারে বেগবান,
মরণে পাশে থাকে না আত্মীয় স্বজন।
সুকর্মে আসে সুখ ধীরে ধীরে জগতে,
ধৈর্য অভাবেই এলোমেলো মহব্বতে।
মূলধন বেহাত চারিত্রিক কারণে,
সংসার যায় রসাতলে মোহের জন্যে।
এবার মন দাও একনিষ্ঠে একমনে,
মনের আশা পূর্ণ করো স্বামী স্ত্রী সনে।
তাং-০৬/০৪/২৫ ইং