মনে থাকে না
------------------------------------------------
-------শিব পদ রায়
কিছুই থাকে না মনে কি উপায়,
যা প্রয়োজন রয় না হাতের মাথায়।
চূড়ান্ত মস্তিষ্কে আনতে সময় লাগে,
মেমোরিতে কাজ করে নাতো আগেভাগে।
কিছু বিস্মৃতি রাশি মনে আদৌ আসে না,
বহু গহীন কাননে লুকানো ভাবনা।
অত্যন্ত পরিচিত একজন ব্যক্তিত্ব,
যাকে হৃদয়েতে রাখতে নারি স্থায়িত্ব।
ভুলে যাই সবই কেমন এলোমেলো,
স্মৃতি শক্তিই যেন বিলীন অগোছালো।
যা পাই তা হয়তো পাওয়া কাম্য নয়,
অথচ বারেবার স্মরণ করে দেয়।
স্বার্থপর বটে স্মৃতিপটে উঁকি মারে,
পরোপকার করতে তাই উল্টো করে।
কি দিব বন্ধু তব দেবার কিছু নাই,
মানস্পটে সঞ্চয় হলে দিতাম তাই।
তাং-১২/০৪/২৫ ইং