মেহমান
---------------------------------
-------শিব পদ রায়
সদা আসলে ঘরে মেহমান
যত্ন করিও মনের মতন।
সাজিয়ে রাখিও ইচ্ছে মতন,
ভুলিবে না সে জীবনে কখন।
সেবাযত্নে যদিও ত্রুটি হয়,
মনের কথা শেয়ার করিও।
সহজে সে মেনে হয়তো নিবে,
দয়ার দরজাটা খুলে দিবে।
আত্মীয়তো অতিথি নারায়ণ,
তাদের সেবা করা পূর্ণার্জন।
জীবসেবা শিবসেবা পূণ্যের,
ঈশ্বর সন্তুষ্টিই করুণার।
তাং- ১২/০৭/২৪