মেঘলা দিনে
----------------------------------
--------শিব পদ রায়
আজ বাদল দিনে মন রয় না ঘরে,
মেঘের গুরু গর্জন আলোর আধারে।
রিমঝিম বৃষ্টি পড়ে অবিরাম ধারা,
চারদিকে মেঘমালা কালিমা পরা।

বড্ড ভয় হয় বজ্রপাতে একি কাণ্ড,
ঝিলিক কাটার সাথে শব্দ যে প্রচণ্ড।
ফাঁকা জায়গায় বিদ্যুতে মানুষ মরে,
কত অমূল্য জীবন গিয়েছে যে ঝরে।

গরমের তীব্রতা কাটিয়ে কিছু প্রশান্তি ,
মানুষ পেল আশীষ প্রাণময় স্বস্তি।
আর কত পড়বে গরম অনাসৃষ্টি,
দেরিতে হলেও এলো হায় হায় বৃষ্টি।

সবার মন নেচে ওঠে এলো যে বর্ষা,
বর্ষার আগমনে আশা জাগে ভরসা।
চাষার আনন্দ আর ধরে না এ মনে,
ধান রোপণ করে ফসল ঘরে আনে।

     তাং- ১১/০৭/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।