মেঘাচ্ছন্ন আকাশ
---------------------------------
-------শিব পদ রায়
হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন ভাব
কাজ হবে মন্থর,
যেন একটা সাজানো গোছানো
এলোমেলো আবার।
কিছুটা বাদে হতে পারে বৃষ্টি
মনে হচ্ছে সংশয়,
পুরো পরিকল্পনা ডিসমিস
ঘাটতি বটে হায়।
কিছুটা পাকাধানে মই দেয়া
প্রত্যাহত ব্যাপার,
কর্মের মগডালে উঠে নামা
ভালো লাগে না আর।
সুবিশাল আয়োজন সংগ্রহ
চেতনার সংকট,
মূহুর্তে সব ধুয়েমুছে ফ্রেশ
বিধিলিপি বিভ্রাট।
তাং- ২১/১২/২৪ ইং