মায়ার বাঁধন
-----------------------
-------শিব পদ রায়
মায়ার বাঁধন করে জ্বালাতন,
পিছু পিছু ঘুরবে আবহমান।
ছাড়তে চায়না কভু পিছুটান,
নিরবে নিভৃতে করে আনচান।

পুরো হৃদয় জুড়ে বিরাজমান,
সুন্দর ধরণী করেছে আপন।
পৃথিবী ছেড়ে যেতে চায় না মন,
পরস্পর যোগাযোগ চিরন্তন।

স্বামী স্ত্রীর অকৃত্রিম বন্ধন,
ছাড়তে চাইবে না হৃদস্পন্দন।
মা-বাবা ভাই বোন রক্ত জোড়ন,
মায়া আপনি পালাবে হলে ক্ষণ।

মায়াময় সংসারে বসত করি,
কত রাগদ্বেষ কত মারামারি।
সব সাঙ্গ হবে চোখের নিমেষ,
মোহময় প্রাণ বায়ু হলে শেষ।
     তাং- ২০/০১/২৪ ইং
   চুকনগর, ডুমুরিয়া, খুলনা।