মায়ের আরাধনা
-------------------------------
---------শিব পদ রায়
বছর ঘুরে এলরে
বাসন্তী মায়ের পূজা,
পাঁচ দিনে পর্ব ধরে
সুসম্পন্ন সাজসজ্জা।
দেখতে দেখতে শেষ
সবকিছু আয়োজন,
গভীর মনোনিবেশ
মাকে করি আরাধন।
তব ভক্ত রেখ ভালো
দিও মুক্তি আরো আলো,
মোদের যেন না ভুলো
নিত্যকর্মে মা মা বলো।
তব ভোগ পেতে চাই
সুধা সম ভাগ্যে পাই,
প্রতি বর্ষে এসো তাই
কৃপাবরে চেয়ে রই।
তাং- ১৮/০৪/২৪ ইং
শিরোমণি, ডুমুরিয়া, খুলনা।