মায়া
--------------------------
--------শিব পদ রায়
মায়া নিয়ে আমরা আজ আচ্ছন্ন,
আপন খুঁজছি করে তন্নতন্ন।
মোহের বন্ধনে মোরা দিশেহারা,
একটুতে ভেঙ্গে পড়ি হতচ্ছাড়া।

বন্ধনে মুক্তি পেতে করো সংগ্রাম,
ছুটে চলো কৃতকর্মে অবিরাম ,
হৃদয় টানে মানুষ হতে শক্ত,
বিভিন্ন কারণেতে হই আসক্ত।

যেতে বহুদূর ছিন্ন করো টান,
কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বাড়ে মান।
অধ্যবসায়ে চেষ্টা সুফল পাবে,
সবার মুখে হাসি ফুটে উঠবে।

নাতি বউয়ের হাতে খাবে  আশা,
দাদুদিদি স্বপ্নপূরণ দুরাশা।
হবে দেহাবসান দেখি তাদের,
মানুষই  হয়েছে ভবিষ্যতের।
  
তাং- ০২/০৪/২৪ ইং
   চুকনগর, ডুমুরিয়া, খুলনা।