মে দিবস
-----------------------------------
---------শিব পদ রায়
পহেলা মে শ্রমিক দিবস
              আট ঘন্টা কাজের দাবিতে,
আমেরিকা শিকাগো শহরে
                শ্রমিক মিছিল একসাথে।

দুনিয়ার মেহনতি জন
                 যাদের সংকল্পেরই দিন,
পূজিবাদী দাসত্ব থেকেই
                দৃঢ় মুক্তি অঙ্গীকারাধীন।

আঠারো শ ছিয়াশি খৃষ্টাব্দ
                     নিরস্ত্র শ্রমজীবীর পরে,
চলল গুলি বর্বরোচিত
                      প্রাণ বিসর্জিত নির্বিচারে।

আশিটি দেশে সেই অবধি
                        এক মে মিছিল শোভাযাত্রা,
বিশ্বরূপ গন আন্দোলনে
                          মেলেনি সংগ্রামে মুক্তিমাত্রা।

শ্রমিকদের ন্যায্য পাওনা
                        প্রতিষ্ঠিত হোক বারবার,
বক্তব্য অগাষ্ট স্পাইসের
                          দাবাতে পারে না অধিকার।

              তাং- ০১/০৫/২৪ ইং
               শিরোমনি, খুলনা।