মাতৃভাষার তরে
------------------------------
---------শিব পদ রায়
আমরা বেঁচে আছি মাতৃভাষার জন্য,
ফেব্রুয়ারি এলে পরে ভাষা অগ্রগন্য।
এ ভাষাতে জীবন দিলো কত সন্তান,
মায়ের বুলি রক্ষার্থে বিসর্জিত প্রাণ।

বর্ষ এলে মেতে উঠি ফেব্রুয়ারি গানে,
প্রভাত ফেরি প্রভাত ফেরি তব মানে।
মা মোর প্রথম শিক্ষক ভাষ্য শিখনে,
পেয়েছি জন্মধারন লালন পালনে।

ওগো মা তোমার জন্যে দেখছি ভূবন,
আলোক রাশি আকাশ বায়ু এ নয়নে।
বাংলার জল ফল মা মাটি ও মানুষ,
এ ভাষাতে মুখরিত আবেগ উচ্ছ্বাস।

মাতৃভাষার তরে ক্ষুব্ধ দামাল ছেলে,
বীরের মত যুদ্ধে রয় না মাতৃকোলে।
কেউ পারলো না কেড়ে নিতে বাংলা ভাষা,
জয়ী দেশবাসী পূরেছে মনের আশা।
    তাং- ১৫/০২/২৪ ইং
   চুকনগর, ডুমুরিয়া, খুলনা।