মাতৃভক্তি
----------------------------
-------শিব পদ রায়
মায়ের মত আপন নাই এ ভুবনে,
পৃথিবীর আলো বায়ু দেখান যতনে।
অতন্দ্র প্রহরীর মত মা সর্বক্ষণে,
সন্তানদের আগলে রাখে মনে প্রানে।

যত আসুক ঝড় বিপদ মা দেখেন,
সবটুকু দিয়ে জননী রক্ষা করেন।
নাওয়া খাওয়া করিয়ে গুছিয়ে দেন,
আদর আপ্যায়ন করেন সারাক্ষণ।

মায়ের মত ধৈয্যশীল ভুবনে নাই,
যত দু:খ জননী সহ্য করেন তাই।
সেবা শুশ্রূষা ভালবাসা মাতৃত্বে পাই,
স্নেহ আদরে বড় করেন তুল্য নাই।

বায়োজিদের মাতৃভক্তি তুলনা নাই,
জল নিয়ে মাতৃশিহরে দাঁড়াল তাই।
মায়ের ঘুম ভাঙ্গে কখন অপেক্ষায়,
কর্তব্য কর্মে মরে অমর বিশ্বময়।

    তাং- ২৪/০৮/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।