মাতৃপূজা সমাপন
----------------------------------
-------শিব পদ রায়
ক্রমে ঘনিয়ে এলো মাতৃপূজার দিন,
বাজে বিদায় বাজনা বেদনার বীণ।
মা এসেছিলেন আলো করে ধরা পরে,
রোগ শোক জ্বরা ব্যাধি দাও দূর করে।

তুমি আছো আকাশ বাতাস অন্তরীক্ষে,
সর্বত্র চারণ তব রেখো আপন চোখে ।
চরণ ধূলি ছাড়া চাই না কিছু আর,
রাখিও দাস করে এটুকু চাওয়ার।

যাবার সময় হলো মায়ের কৈলাসে,
একটি বছর পরে মা দেখবে এসে।
আসছে বৎসর এসো মাগো ত্রিভুবনে,
সুখে শান্তিতে থাকি যেন মর্ত্য উদ্যানে।

পূজো পূজো গন্ধ নিয়ে গানে গানে ছন্দে,
ছিলাম তোমার ভক্তবৃন্দ নিত্যানন্দে।
বিদায় লগ্নে দিও আশীষ কৃপাকরি,
স্বাচ্ছন্দ্যে কাটুক জীবন ভুবনেশ্বরী।

       তাং- ১২/১০/২৪ ইং
   চুকনগর, ডুমুরিয়া, খুলনা।