মসলিন
---------------------------------
-------শিব পদ রায়
এককালে বিশ্বখ্যাত ছিল মসলিন,
মিহি সূতায় বোনা এ কাপড় দারুণ।
স্বচ্ছ ও সূক্ষ্ম বস্ত্র পৃথিবী সেরা শীর্ষে,
আংটির মধ্যে গলানো যেত অনায়াসে।
ফুটি তুলা থেকে তৈরি হতো এ কাপড়,
চরকা কেটে বানাতো এ সূতা সম্ভার।
তাঁতিরা মিহি সূতা দিয়ে তৈরিতে শাড়ি,
সোনার গাঁ অঞ্চল বিখ্যাত বিশ্বজুড়ি।
আরব ইরান চীন থেকে বণিকরা,
সহজে কিনতে আসতো এগুলো তারা।
শীতলক্ষ্যার জল বাতাস উপযোগী,
হারালো ঐতিহ্য মসলিন প্রতিযোগী।
কাটলো বৃদ্ধাঙ্গুলি প্রতিহিংসার ইংরেজ,
মসলিন তাঁতি শেষ সব কারুকাজ।
গবেষক বিজ্ঞানী ফিরালো সে মসলিন,
ঐতিহ্য উদ্ধার হোক চির অমলিন।
তাং- ১৬/০৭/২৪ ইং