মানুষকে ভালবাসো
--------------------------------------
--------শিব পদ রায়
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব এ মানুষ,
যার প্রতি অকৃত্রিম প্রেমের প্রকাশ।
সুখে দুখে কম নেই জানি এতটুকু,
পারষ্পরিক ভাব বিনিময় সবটুকু।

হৃদয় নিংড়ানো ভালবাসা প্রকাশিত,
সুকৃতির অনাবিল আনন্দ নিহিত।
কত অজানা তথ্য হেতা উদঘাটিত,
অসীম চেতনার রহস্য উন্মোচিত।

সত্যি অবাক লাগে পৃথিবী আজ কোথা,
নিমেষে সমাধান প্রযুক্তি নির্ভরতা।
আজ যান্ত্রিক হয়ে গেছে মানুষগুলা,
ওজন দাম কষছে সদা নিত্যপাল্লা।

হেন মহান মানব সেবায় নিয়ত,
ঠাকুর কৃষ্ণ কৃপা করবেন কার্যত।
জীব সেবাতো শিবসেবা পরমার্থিক,
মানুষ ভালবেসে হই যেন সাত্ত্বিক।

        তাং- ০৫/০৭/২৪ ইং
     চুকনগর, ডুমুরিয়া, খুলনা।