মানুষের মন
------------------------
------শিব পদ রায়
মানুষের মনটা জয় করা
কষ্টকর দু:সাধ্য,
ভেতর অত্যন্ত বৈচিত্র্যময়
পাওয়াটা আরাধ্য।
এক সংগে বসবাস আপন
নৈকট্য বর্তমান,
আভ্যন্তরীণ হৃদয়ে গলদ
মান অপমান।
সাজিয়ে মনের মতন যত
করলে আলিঙ্গন,
পনের আনাই রয়তো বাকি
বোঝা বড় কঠিন।
সরলতার আশ্রয় নিয়েই
ঢোকে মনের মধ্যে,
মুশকিলে ফেলে দেয় সহজে
মনুষ্য মন অবাধ্যে।
তাং-২৪/০৭/২৪ ইং