মনুষ্যত্ব
--------------------------------
-------শিব পদ রায়
মনুষ্যত্ব অর্জন দরকার
সময়ের ব্যাপার,
অনেক পরিশ্রম প্রয়োজন
চ্যালেঞ্জিং কর্ম সার।

অর্জিতে অনেক সময় লাগে
ভালোর শেষ নেই,
এটি লভিতে কষ্টসাধ্য বটে
অধ্যবসায়ে পাই।

মানুষ না হলে কি আছে মূল্য
স্বস্তি নেই কিছুতে,
অপরকে কেবল কষ্ট দিয়ে
মানবতা লঙ্ঘিতে।

অত্যাচারে নিজের নাম লিখে
করো নাতো দুষ্কর্ম,
ইতিহাসে থেকেই নিভে যাবে
আলোকদ্বীপ ধর্ম।

   তাং-০৩/০৯/২৪ ইং
চুকনগর, ডুমুরিয়া, খুলনা।