মানুষ সঙ্গ চায়
------------------------------------
--------শিব পদ রায়
মানুষ সৎসঙ্গ চায় বাঁচিবার তরে,
নিসঙ্গ জীবন দুর্বিষহ এ সংসারে।
রোগ শোক জ্বরাব্যাধি লেগেই থাকবে,
মুক্তি পেতে সংগ্রামে সদা নামতে হবে।

সঙ্গ পেলে বয়:বৃদ্ধরা হয় সচল,
মনের জোর বেড়ে পায় মনোবল।
আরো বাড়ে শতগুণে তব আয়ূষ্কাল,
পাশেই দাঁড়াতে হবে মোরা শতদল।

অনেক অসন্তোষ বাসা বাঁধে অন্তরে,
মন স্বাভাবিক মনোভাব ব্যক্ত করে।
মনের ভাবনা সহজ সরল আশা,
প্রত্যুপকারের সহিত অবাধ মেশা।

মানবের শুভবুদ্ধির হোক উদয়,
সকল আত্মা একাকার মানবতায়।
সৎসঙ্গ স্বর্গবাস অসতে সর্বনাশ,
সবার মধ্যে সমন্বয় আস্থা বিশ্বাস।

      তাং-২২/০৩/২৫ ইং