মানুষ ঝুঁকিতে
-------------------------------
-------শিব পদ রায়
মানুষ শুধু ঝুঁকিতে
            নৈমিত্তিক কাজেতে,
বয়সের নেই কথা
             মৃত্যু কোন মূহুর্তে।

ভালো মানুষ দেখতে
             সময়ের আবর্তে,
আক্রমণ যত্রতত্র
               নিমেষেই ঝুঁকিতে।

নিশ্বাসে নাই বিশ্বাস
               মরণব্যাধি দ্বারে,
হার্ট অ্যাটাক ও স্ত্রোক
                পাইকারীর দরে।

সতর্ক ও সচেতন
                সদা থাকতে হবে,
খাবার খাবে হিসাবে
                 গুরুপাক এড়াবে।

টেস্টি খাবার বর্জন
                  আধসিদ্ধ চলবে,
বিপদ আশঙ্কা কম
                  সবই ভালো হবে।
        তাং- ২৪/০৫/২৪ ইং
    চুকনগর, ডুমুরিয়া, খুলনা।