মানুষ চেনা
----------------------------
----------শিব পদ রায়
মানুষ চেনা       বড় ভাবনা
        মান ও হুঁশ যাহার,
তেমন ব্যক্তি      মনেতে প্রাপ্তি
        খুব দু:সাধ্য ব্যাপার।

মিশে তোমাতে      চাইবে পেতে
        কি আছে তোমার তরে,
তব অন্তরে            যতন করে
         ঘুরবে হাড্ডিসা পরে।

এক সময়ে            সুযোগ পেয়ে
         স্বার্থেই ঘায়েল করে,
লুটবে ধন              কাড়বে মন
          ছুঁড়বে ঘোর আঁধারে।

আত্মীয় সনে           ভুলে কখনে
           করবে না লেনদেন,
সম্প্রীতি নষ্ট            পাবেতো কষ্ট
              অর্থ অনর্থ কারণ।

মানুষ চেনা              ভুল করো না
            ভদ্রলোক বেশি সাধু,
ক্ষতিই হবে               দুর্নাম পাবে
            ভুলে শিক্ষা হলো মৃদু।
       তাং- ০৪/০১/২৪ ইং
     চুকনগর, ডুমুরিয়া, খুলনা।