মনোবল
-----------------------------
--------শিব পদ রায়
তুমি তোমার মনোবল হারাইও না
তব অভ্যন্তরেই আছে অনন্ত শক্তি,
তা দিয়েই করতে পারবে কিস্তি মাত
এতটুকু ভয় পেয় না রাখো আসক্তি।
ভরসা করো তবে জয় হবে নিশ্চিত
নিজের উপর রাখো আস্থা পাবে গতি,
পাছে লোকে কিছু বলে খেয়াল করো না
সময় হলে ঠিকই পাবে তুমি মুক্তি।
ধন আর দৌরাত্বে হয় না কিছু সব,
বাড়ায় অহংকার আরও ভয় ভীতি,
বাপের উপর বাপ আছে মনে রেখ
বিপদে পড়লে ঈশ্বরই রবে সাথী।
পথে নামলে পাবে পথের সন্ধান
এ মনে থাকবে নাতো কোন অপশক্তি,
ভয়কে তবে করো জয় কাজের টানে
কাছে থাকবে শুধু প্রেম বিশ্বাস ভক্তি।
তাং- ০১/০১/২০ ইং
চুকনগর ডুমুরিয়া খুলনা।