মঙ্গল যাত্রা
--------------------------
-----------শিব পদ রায়
যে কোন উদ্দেশ্যে তব যাত্রা শুভ হোক,
ঈশ্বরের নাম নিয়ে খোলা রাখো চোখ,
হরিকে রেখো স্মরণ অহরহ সবে,
বিপদ হবে না কভূ কাজে দেখা যাবে।
স্রষ্টার সৃষ্টিকে রক্ষা করবেন তিনি,
তার উপর আস্থা রাখো সবাই মানি।
যাত্রা কালে দুর্গা দুর্গা বলে করো শুরু,
কৃপা করবেন পরম দয়াল গুরু।
মঙ্গলের ঊষা বুধে পা রাখতে হবে,
যেথায় খুশি সেথায় রওনা করবে।
রবে না বাঁধা আগমন প্রত্যাগমনে।
কাজেই আনন্দ পাবে সুন্দর ভূবনে।
মাতাপিতার প্রনাম করে বের হবে,
ঠাকুর দেবতা স্মরণ করে ঘুরবে।
সবার উদ্দেশ্য সফল হোক যাত্রায়,
সুখশান্তি হউক মঙ্গল ভাবনায়।
তাং- ২২/০৩/২৪ ইং
শিরোমণি, খুলনা।