মনের বন্ধুত্ব
----------------------------
-------শিব পদ রায়
বন্ধুত্ব সবার সাথে সাজে না
জেনে বুঝে করবে,
স্বার্থ ফুরালে কেটে পড়ে তাই
মুশকিলে পড়বে।

মনের একান্ত মিলন মাঝে
উপকারে আসলে,
পরষ্পরের ভাব বিনিময়ে
প্রকৃত বন্ধু মিলে।

সতে বাস অসতে সর্বনাশ
চিরাচরিত প্রথা,
হিসাব করে পা বাড়াতে হবে,
সত্যের বান্ধবতা।

খারাপ লোকের সঙ্গে বন্ধুত্ব
কাঁদবে মহাকাল,
ভাল লোকের সনেই মিলনে
বাঁচবে চিরকাল।

     তাং- ০৭/০৭/২৪ ইং
চুকনগর,ডুমুরিয়া, খুলনা।