মনের অজান্তে
-------------------------------------
---------শিব পদ রায়
ইচ্ছা না থাকলেও অনেক কিছু হয়,
মনের অজান্তে ঘটে নির্জন নিরালায়।
কত নিয়ম আছে এই ধরীত্রী মাঝে,
বহু অজানা বটে থাকি নানান কাজে।

কাজ করতে গিয়ে অনেক ভুল হয়,
এই ভুলের থেকে অসংখ্য শিক্ষা পায়।
ত্রুটি না থাকলে প্রকৃত শেখা যায় না,
অনুধাবন তৃপ্তি সম্পূর্ণ সম্ভাবণা।

ধৈর্য্যচ্যুতিতে না বুঝলে অনেক ঘটে,
প্রারম্ভিক লক্ষণে বোঝা যায় বিভ্রাটে।
অন্ধকারে একবার পা ফসকে যায়,
বিপদ আশঙ্কা অনিবার্য বিপর্যয়।

একটুখানি ভুলেই সংকট আসন্ন,
ভুল করেছে যারা তারাই জ্বরাজীর্ণ।
জেনেশুনে হাত বাড়াও হবে না ঘৃণ্য,
প্রতিষ্ঠিত হও জগৎ হোক অনন্য।

        তাং- ১০/০৭/২৪ ইং
    চুকনগর,ডুমুরিয়া, খুলনা।