মানবসৃষ্ট রোগ
-------------------------------
-------- শিব পদ রায়
মানুষের শরীর প্রথমে সুস্থ থাকে,
খাদ্য গ্রহণে অনিয়ম হলে বিপাকে।
অপরমিত আহার ভোজন ক্ষতিকর,
দেহ সুস্থ রাখা খুব দরকার।
নিজ হাতে সুস্থ থাকা নিজের দায়িত্ব,
খাবার খাবে সম্পূর্ণ সুপরিকল্পিত।
মুখরোচক সুস্বাদু খাদ্য খুব মন্দ,
ফাস্ট ফুড কোমল পাণীয় হারে ছন্দ।
দেহে সত্তর ভাগ রোগ মানবসৃষ্ট,
বাজেখাবার স্বাদে পূর্ণ ঢের আকৃষ্ট।
প্রয়োজন অতিরিক্ত গ্রহণ নিষিদ্ধ,
তাতে হয় না তাই পরিপূর্ণ বিশুদ্ধ।
পরিমিত খাদ্য গ্রহণ নিদ্রা চিত্তসুখ,
আনে সুস্থ জীবন কাটে মহাসুখ।
আর নয় অবহেলা করো যতন,
শরীর হবে সুস্থ মনে র মতন।