মাইকেল মেলা
--------------------------------------
--------শিব পদ রায়
বছর ঘুরেই আসে মাইকেল মেলা,
আবাল বৃদ্ধ বণিতার কাটে বেলা।
সবার চারণে মুখর হয় চত্ত্বর,
বহুমুখী চিত্র আয়োজনে ভরপুর।

মহাকবির জন্মদিনে শ্রদ্ধা জানাই,
অঢেল আনন্দ পাই যেদিকে তাকাই।
মহাসমারোহে চলছে মধুর মিলন,
চাতক চাতকীর চোখাচোখি দর্শন।

অনুভবে সগৌরবে দত্তকুলোদ্ভব,
তব অবদান অনস্বীকার্য অভিনব।
পিতা রাজনারায়ণ ও মাতা জাহ্নবী,
হেনরিয়েটা রেবেকা সঙ্গিনী মায়াবী।

কেশবপুরের ঐতিহ্য সাগরদাঁড়ী,
জন্ম তব বঙ্গেই বিস্ময়ে বাহাদুরী।
মধুমেলার পূর্ণ অবয়ব মনে ধরি,
আনন্দঘন পরিবেশ যুগান্তকারী।

   তাং-২৮/০১/২৫ ইং